রাজগঞ্জ: উচ্চমাধ্যমিক পাস করে কলেজে ভর্তির তোড়জোড় চলছিল। কিন্তু এর মধ্যেই আচমকাই অঘটন।
রাতে তো সব ঠিকই ছিল, সবাই একসঙ্গে খেয়ে গল্প করে ঘুমোতে গিয়েছিলেন, দিনের আলো ফুটতেই মেয়ের বাবা দেখলেন এমন দৃশ্য। ঘর থেকে তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার হল।
রাজগঞ্জের পানিকৌড়ি গ্রাম পঞ্চায়েতের বানিয়াপাড়ার ১৮ বছরের মেয়ে রিনা রায়ের ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিস। পরিবার জানাল, গত রাতে খাওয়া দাওয়ার পর সবাই একসঙ্গে গল্প গুজব করে ঘুমোতে চলে যায়। রিনারা, দুই বোন, তারাও চলে যায় একঘরে ঘুমোতে। সকালে দেখা যায় মেয়ে অন্য একটি ঘরে শাড়ির প্যাচে ঝুলছে। কাছে গিয়ে বোঝা যায় অনেক আগেই বেরিয়ে গেছে প্রাণ। খবর যায় পুলিশে। তারাই দেহ নামিয়ে পোস্ট মরটেম করতে পাঠায়।
মেয়ের বাবা শ্যামল রায় জানালেন, গত রাতে সবাই গল্প করেছেন, একসঙ্গে টিভিও দেখেছেন। কিন্তু সকালে উঠেই এই কাণ্ড। কলেজে ভর্তির প্রস্তুতি করছিল। কিন্তু কি কারনে এই ঘটনা ঘটাল তা বুঝে উঠতে পারছেন না। এবারই উচ্চ মাধ্যমিক পাশ করেছিল রিনা। সাত সকালে সেই খবরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।