বিয়ে বাড়িতে একি কাণ্ড! ভাইয়ের হবু বউকে নিয়ে চম্পট দাদার

ধূপগুড়ি: দু’দিন বাদেই বাড়িতে ছোট ছেলের বিয়ে। প্যান্ডেল বাঁধা শেষ। বিয়ে বাড়িতে আত্মীয়স্বজনদের আনাগোনাও শুরু হয়ে গিয়েছে। এর মধ্যেই যাকে বলে বিনা মেঘে বজ্রপাত। বিয়ের কনে উধাও। পালিয়েছে খোদ পাত্রের দাদার সঙ্গেই। ধূপগুড়ির ঝাড় আলতাগ্রাম-২ গ্রাম পঞ্চায়েতের ড্যাংকালীর পারিবারিক ত্রিকোণ প্রেমের কাহিনী সিনেমার গল্পকেও হার মানাবে।

গত রবিবার বিয়ে হওয়ার কথা ছিল রায় পরিবারের ছোট ছেলের। কিন্তু তার ঠিক দু’দিন আগে বৃহস্পতিবার রায় পরিবারের বাড়িতে ফোন আসে বড় ছেলের। তিনি জানান, ভাইয়ের হবু স্ত্রীকে নিয়ে পালিয়ে বিয়ে করেছেন। বড় ছেলের কাছ থেকে এমন বার্তা পেয়ে রায় পরিবারের সদস্যদের মাথায় যেন বজ্রপাত হয়েছিল। বড় ছেলে এমন কাণ্ড ঘটানোয় চার দিকে তখন ছিছিক্কার রব উঠতে শুরু করেছে।

ছোট ছেলের বিয়ে ঠিক হয়ে যাওয়ার পর বড় ছেলের জন্য পাত্রী দেখতে শুরু করেন বাড়ির লোকজন। তবে এর মধ্যেই যে অন্য গল্প শুরু হয়ে গিয়েছে তা কেউ টের পাননি। বিয়ের দিন’তিনেক আগে বাড়িতে ফোন করে বড় ছেলে জানায়, ভাইয়ের হবু বৌয়ের সঙ্গে সে পালিয়ে গিয়ে বিয়ে করে ফেলেছে। ছোট ভাই বলছেন, ‘আমার সঙ্গে প্রতারণা হল। আর তাদের মা বলছেন, ‘আমার বড় ছেলে এভাবে বিয়ে করল, এখন ছোট ছেলেটার কী হবে?’ ছোট ভাইয়ের সঙ্গে বিয়ে ঠিক হয়ে যাওয়ার পর মাঝেমধ্যে বড় ভাই ওই মেয়েটিকে ফোন করত। হয়তো সেখান থেকেই দু’জনের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছিল। বড় ছেলে এবং তার বৌ অর্থাৎ যিনি কদিন আগে অবধি ছোট ছেলের হবু বৌ ছিলেন, এই ঘটনার পর দুই ছেলের মা মেনে পুরো বিষয় মেনে নেবেন কি না তা জানতে উৎসুক গোটা পাড়া।

About The Author