Jalpaiguri: অভিষেকের হাত ধরে ঘাসফুলে যোগ বিজেপির প্রাক্তন জেলা সভাপতির

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন বিজেপির রাজ্য কমিটির নেতা তথা বিজেপির প্রাক্তন জেলা সভাপতি দীপেন প্রামানিক। দীপেনবাবু বলেন, মমতার উন্নয়নে সামিল হতেই তৃণমূলে যোগ। তিনি বর্তমানে বিজেপির রাজ্য কমিটির সদস্য।

https://youtu.be/IScO80wju-A

৫ সেপ্টেম্বর মঙ্গলবার উপনির্বাচনের ভোটগ্রহণ হবে ধূপগুড়িতে। তার আগে দীপেনবাবুর দল ছাড়ার খবরে আলোড়ন পড়ল গোটা জেলায়। শনিবার ধূপগুড়িতে অভিষেকের নির্বাচনী সভায় পদ্ম ছেড়ে ঘাসফুলে যোগ দিয়ে দীপেনবাবু জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গোটা রাজ্যে যে উন্নয়নের জোয়ার এসেছে তাতে সামিল হতেই তৃণমূলে যোগ দিয়েছেন তিনি।

About The Author