Jalpaiguri: মুখ্যমন্ত্রীর উদ্বোধনের পর অবশেষে বিগ্রহ পৌঁছল মন্দিরে

রাজগঞ্জ: দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে দেবী চৌধুরানী মন্দিরে পৌঁছাল বিগ্রহ। মন্দিরে প্রবেশের কয়েক কিলোমিটার আগে থেকেই আদিবাসী নৃত্য ও ভাওয়াইয়া গানের মাধ্যমে শোভাযাত্রার মাধ্যমে বরণ করে নেওয়া হল বিগ্রহ। রবিবার শিলিগুড়িতে এক অনুষ্ঠানে মন্দিরটি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। বুধবার থেকে আনুষ্ঠানিকভাবে পুজো দিয়ে মন্দিরের দরজা জনসাধারনের জন্য খুলে দেওয়া হবে।

মঙ্গলবার শয়েশয়ে মানুষ হাজির হয়েছিলেন এই অনুষ্ঠানে। শ্রমিক মহলে খুশির হাওয়া। নাচা গানে মেতে উঠলেন সকলে। স্থানীয় মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় খুশির হাসি সকলের মুখেই। এদিন মন্দিরে বিগ্রহ বরণ অনুষ্ঠানে শোভাযাত্রায় পা মেলান জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন, বিধায়ক খগেশ্বর রায়, রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা রায় সহ রাজগঞ্জ থানার আইসি এবং অন্যান্য প্রশাসনিক কর্তারা।

৪ বছর আগে রাজগঞ্জের শিকারপুর চা বাগানের ঐতিহ্যবাহী দেবীচৌধুরানী মন্দির আগুনে পুড়ে গিয়েছিল। এলাকার মানুষের ভাবাবেগকে মান্যতা দিয়ে আগের মতই প্যাগোডার আদলে মন্দির তৈরি করা হয়েছে। গত রবিবার ২৭ মার্চ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়িতে এক অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করেন মন্দিরটির।

About The Author