জলপাইগুড়িঃ ময়নাগুড়ি ব্লকের রামসাই এলাকায় জলঢাকা নদীর চরে গোরুমারা জঙ্গল সংলগ্ন একটি হাতির মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার সকালে স্থানীয়রা মৃত হাতিটিকে পড়ে থাকতে দেখেন। বন দপ্তর সূত্রে প্রাথমিকভাবে অনুমান, বজ্রপাতেই হাতিটির মৃত্যু হয়েছে।
জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে জলঢাকা নদী পেরিয়ে হাতির একটি দল রামসাই এলাকায় ঢোকে। প্রবল বৃষ্টির মধ্যে একাধিকবার বজ্রপাত হয়। দলছুট একটি হাতি নদীর ধারে থেকে যায় এবং সেখানেই বাজ পড়ে মারা যায় বলে অনুমান। খবর পেয়ে জলপাইগুড়ি বনবিভাগের রামসাই ও নাথুয়া রেঞ্জ, গোরুমারা মোবাইল স্কোয়াড ও সাউথ রেঞ্জের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন।
রামসাই রেঞ্জের রেঞ্জার সর্বাশিস বর জানিয়েছেন, ‘‘ময়নাতদন্তের পরেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’’ বন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরাও ঘটনাস্থলে যাচ্ছেন।