Jalpaiguri: দুই স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে বিবাদ

দুই স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থী মধ্যে বিবাদ, জখম তিন পরীক্ষার্থী। শনিবার দুপুরে ঘটনাটি ঘটে জলপাইগুড়ি শহরের আনন্দমডেল হাইস্কুল পরীক্ষাকেন্দ্রে। অভিযুক্ত পড়ুয়াদের শাস্তির দাবি তুলে কোতোয়ালি থানায় দারস্থ হলেন জখম তিন পরীক্ষার্থী, ছাত্রের অভিভাবক ও শিক্ষকরা।

জলপাইগুড়ি জেলা স্কুল ও কালিয়াগঞ্জ উত্তমেশ্বর হাই স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থীদের সিট পরেছে আনন্দমডেল হাইস্কুলে। শনিবার জীবন বিজ্ঞান পরীক্ষা ছিল। পরীক্ষার শেষ হতেই দুই স্কুলের পরীক্ষার্থীদের মধ্যে বিবাদ হয়। অভিযোগ, জেলা স্কুলের পড়ুয়াদের একাংশ কালিয়াগঞ্জ উত্তমেশ্বর হাই স্কুলের পরীক্ষার্থীদের সিট নম্বর ছিড়ে দেয়। তা নিয়ে বিবাদের শুরু। স্কুলের বাইরে ছেলেদের ডেকে উত্তমেশ্বর হাই স্কুলের ছাত্রদের মারধর করে জেলা স্কুলের একাংশ ছাত্র বলে অভিযোগ। জখম হয় মজাঙ্গির আলী, জাহাঙ্গির আলী, ইজাজ হুসেন। জখম ছাত্র মজাঙ্গির আলী বলেন,”বিনা কারণে আমাদের মারধর করল জেলা স্কুলের ছাত্ররা। মোবাইলে ফোন করে বাইরের ছেলেদের এনে মারধর করে।” উত্তমেশ্বর হাই স্কুলের শিক্ষক মৌসম ঘোষ বলেন, গন্ডগোলের খবর পেয়ে থানায় আসলাম। থানায় জানানো হচ্ছে।”

About The Author