Jalpaiguri: চা বাগানে চিতা বাঘের আতঙ্ক, আহত ১

সাতসকালে চা বাগানে কাজে গিয়ে চিতা বাঘের (Leopard) হানায় আহত এক শ্রমিক। জলপাইগুড়ি (Jalpaiguri) জেলার পাতকাটা অঞ্চলের লেবুডাঙ্গা এলাকায় চিতা বাঘের আতঙ্ক ছড়াল। বাগানে কাজ করতে আসা এক কর্মীর ওপর আচমকা চিতা বাঘের হামলা বলে দাবি। জখম অবস্থায় তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

রোজকার মত চা বাগানে কাজে এসেছিলেন গোপাল দাস (৩৫)। বাগানের ম্যানেজার অশোক চক্রবর্তী জানান, দীর্ঘদিন ধরেই এই চা বাগানে তিনি কাজ করেন। বুধবার সকালে বাগানের কাজেই এসেছিলেন। বাগানের ভেতরে গেলে হঠাৎই তার উপর চিতাবাঘ হামলা করে। এলাকাবাসীরা এমন ঘটনায় আতঙ্কে রয়েছেন। তাঁদের দাবি, আগে ওই এলাকায় কখনও কোনও চিতা বাঘ দেখা যায়নি। ঘটনাস্থলে আসে কোতোয়ালি থানার পুলিশ ও বেলাকোবা রেঞ্জের বনকর্মীরা। বনকর্মীরা এসে এলাকা ঘুরে দেখেন এবং খাঁচা লাগানোর ব্যবস্থা করা হয়েছে। ঘটনার পর আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। 

About The Author