সকাল সকাল চিতাবাঘের আতঙ্ক ছড়াল পাঙ্গা বটতলা সংলগ্ন শোবাভিটা চা বাগান এলাকায়। কাজে বেরিয়ে চিতাবাঘ দেখতে পেয়েছেন বলে দাবি করেন স্থানীয়দের কয়েকজন। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন বনকর্মীরা। জলপাইগুড়ি সদর ব্লকের রানীনগর পাঙ্গা বটতলা সংলগ্ন শোবাভিটা চা বাগান এলাকার ঘটনা।
স্থানীয় সূত্রে খবর, শনিবার সকালে স্থানীয় কয়েকজন কাজে বের হলে একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ দেখতে পান। এরপরে এলাকায় বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় বেলাকোবা বন বিভাগের কর্মীদের। ঘটনাস্থলে এসে বনকর্মীরা দেখেন চিতাবাঘটি চা বাগানের ভেতরে ঢুকে পড়েছে। এখনও চিতা বাঘ উদ্ধারের কোনও খবর মেলেনি। বনকর্মীরা এলাকায় খাঁচা পাতার ব্যবস্থা করেছেন। চারিদিকে নজর রাখছেন যেন কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে। এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে।