ভুল ত্রুটি এড়াতে দুদিনে মনোনয়ন জমা দিলেন সাংসদ বিজেপি প্রার্থী জয়ন্ত রায়। শেষ দিনে মনোনয়ন জমা দিতে এসে তুমুল নাচে মেতে উঠলেন বিজেপি কর্মী সমর্থকেরা। নাচে মাতলেন সদ্য বিজেপি নেত্রী মিতালী রায়।
মঙ্গলবার মনোনয়নের নথিপত্র জমা দিয়েছেন, বুধবার দিলেন হলফনামা। এমনিতেই দেরিতে প্রার্থী ঘোষণা করেছে দল, তাই ভুল এড়াতে এই ব্যবস্থা।
বুধবার গেরুয়া বেলুন সাজিয়ে ব্যান্ডপার্টি বাজিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে নিজের মনোনয়নপত্র জমা দিলেন জলপাইগুড়ি লোকসভা আসনের বিজেপি প্রার্থী ডাঃ জয়ন্তকুমার রায়। অসংখ্য গেরুয়া বেলুন ও পতাকার পাশাপাশি বিজেপির ব্যান্ডপার্টি বাজনায় মুখরিত হয় গোটা জলপাইগুড়ি শহর। এদিন মতুয়া মহা সংঘের প্রায় পাঁচ শতাধিক সদস্য এই শোভাযাত্রায় পা মেলান। দলের জেলা সভাপতি সহ বিজেপি বিধায়ক ও নেতাদের সঙ্গে নিয়ে জেলাশাসকের দপ্তরে এসে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিজেপি প্রার্থী। সঙ্গে ছিলেন বিজেপি জেলা সভাপতি বাপি গোস্বামী, ডাবগ্রাম ফুলবাড়ি কেন্দ্রের বিধায়ক শিখা চ্যাটার্জি বিভিন্ন নেতারা।