Jalpaiguri: ‘BDO এখন বেচারা দিদির অফিসার!’ রাস্তা বনাম বিডিওর ‘লক্ষ্মীর ভাণ্ডার’ মন্তব্যে বেনজির খোঁচা সুকান্তর

“BDO এখন বেচারা দিদির অফিসার!”—রাজগঞ্জে রাস্তা বনাম বিডিওর লক্ষ্মীর ভাণ্ডার মন্তব্য নিয়ে বেনজির খোঁচা সুকান্ত মজুমদারের।

রাজগঞ্জের বিডিওকে নিয়ে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বিস্ফোরক মন্তব্য করলেন। শনিবার ফাটাপুকুরে এসে তিনি বলেন, ‘‘BDO-র ফুল ফর্ম এখন হয়ে গেছে—বি তে ‘বেচারা’, দি তে ‘দিদি’, ও তে ‘অফিসার’। অর্থাৎ, বেচারা দিদির অফিসার!’’ তিনি আরও বলেন, ‘‘BDO যদি দিদির লোক হয়ে থাকেন, তাহলে তাঁর হাতে তৃণমূলের ঝান্ডা আর গলায় উত্তরীয় থাকা উচিত।’’

প্রসঙ্গত, শুক্রবার রাজগঞ্জের শিকারপুরে মহিলাদের রাস্তার দাবিতে বিক্ষোভ হচ্ছে শুনে ঘটনাস্থলে যান BDO প্রশান্ত বর্মন। তিনি বলেন, ‘‘আপনারা রেশন পাচ্ছেন, লক্ষীর ভান্ডার পাচ্ছেন, রাস্তাও পাবেন—ধৈর্য ধরুন।’’ এই মন্তব্যে ক্ষুব্ধ হয়ে মহিলারা বলেন, ‘‘আমরা লক্ষীর ভান্ডারের টাকা চাই না, ওতে কি সংসার চলে নাকি?’’

সেই পরিস্থিতিতে BDO বলেন, ‘‘তাহলে যাঁরা লক্ষীর ভান্ডার নিতে চান না, তাঁরা ব্লক অফিসে গিয়ে নাম জমা করুন। ১০০ জন না নিলে সেই টাকায় রাস্তা তৈরি করে দেব।’’ পরে তিনি জানান, এটি কোনও সরকারি মন্তব্য নয়, পরিস্থিতি সামাল দিতে এমন কথা বলে ফেলেছেন।

তৃণমূলের জেলা সভানেত্রী মহুয়া গোপ বলেন, ‘‘BDO-র এমন মন্তব্য করার এখতিয়ার নেই। তবে বিষয়টি অতিরঞ্জিতভাবে পরিবেশিত হচ্ছে।’’

রাজগঞ্জের বিধায়কও বলেন, ‘‘যে এলাকায় BDO গিয়েছিলেন, সেখানকার BJP কর্মীরা বারবার আন্দোলন করছেন। এর আগেও সাজানো আন্দোলন হয়েছে। এবারও পরিকল্পিত বলেই মনে হচ্ছে।’’

About The Author