জলপাইগুড়ি: এক-দুই নয়, একেবারে প্রায় ২৮ লক্ষ টাকা ছিনতাই! ব্যাঙ্কের কাউন্টার থেকে টাকাভর্তি ব্যাগ নিয়ে চম্পট দিল দুই ব্যক্তি। জলপাইগুড়ি ডিবিসি রোডে একটি বেসরকারি ব্যাঙ্কে ঘটেছে চাঞ্চল্যকর ঘটনা।
সোমবার বিকেলে একটি ব্যাগে করে বিপুল পরিমাণ নগদ টাকা ওই ব্যাঙ্কে আনা হয়েছিল। আগে থেকেই ব্যাঙ্কে ঢুকে মুখে মাস্ক পরে বসেছিল ওই দুই যুবক। বিকেলে বিভিন্ন ব্রাঞ্চ থেকে একটি ব্যাগে করে প্রায় ২৮ লাখ টাকা বেসরকারি ব্যাঙ্কের ওই শাখায় নিয়ে আসেন দুই কর্মী। সেই টাকা জমা দিতে কাউন্টারে এগোতেই খপ করে ছিনিয়ে নিয়ে চম্পট দেয় দুই কীর্তিমান।
বেসরকারি ব্যাঙ্কে প্রায় ২৮ লাখ টাকার এই কেপমারির অভিযোগ পেতেই জলপাইগুড়ির পুলিশ সুপার ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ সুপার জানাচ্ছেন, দুপুর প্রায় ২টা নাগাদ ঘটনাটি ঘটেছিল। কিন্তু থানাকে জানানো হয় বিকেল ৪টে নাগাদ। কেপমাররা মুখে মাস্ক পরে ব্যাঙ্কে ঢুকেছিল। ব্যাঙ্কের সিসিটিভি ফুটেজ ও বাইরে ট্র্যাফিকের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ। এই ঘটনায় জলপাইগুড়ি ডিবিসি রোডে হইচই পড়ে যায়।