আঙ্গুলের চাপেই উঠে যাচ্ছে সদ্য নির্মিত রাস্তার পিচ। নিচ থেকে আলগা ধুলো মাটি বেড়িয়ে আসছে। রাস্তা তৈরির এই হাল দেখে ক্ষুব্ধ হয়ে পথ বন্ধ করে দিলেন এলাকার বাসিন্দারা। জলপাইগুড়ি বাহাদুর অঞ্চলের গেদিপাড়ায় এমন কাণ্ড ঘটেছে। কেন এমন হল, তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে প্রশাসন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য।
স্থানীয়দের কথায়, মাত্র সাত দিন আগেই ওই রাস্তা তৈরি করা হয়েছিল। তাদের অভিযোগ, নিম্নমানের কাজ করেছে বরাতপ্রাপ্ত ঠিকাদার। পথে হাটতে গিয়েই পিচ উঠে যাচ্ছে। নিরিক্ষন করতে গিয়ে দেখা যায় পুরো রাস্তাই এমন। এদিকে, রাস্তা দেখতে এক সুপারভাইজার সেখানে গেলে তাঁকে ঘিরে ধরেন বিক্ষোভকারীরা। এই ব্যাপারে রাস্তার কাজে দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। তাঁর কথায় নজরদারির গাফিলতিতে এমনতা হতে পারে। জানা গিয়েছে, গেদিপাড়ায় ওই রাস্তাটি জেলাপরিষদের অর্থানুকূল্যে তৈরি করা হচ্ছে। এই ব্যাপারে স্থানীয় সদস্য নুরজাহান বেগমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন তোলেননি।