বেলাকোবা: বাড়িতে ঢুকে মহিলাকে শ্লীলতাহানী, ধর্ষন ও খুনের হুমকি তৃণমূল আশ্রিত দুষ্কৃতির বিরুদ্ধে। বাধা দিতে গিয়ে রডের ঘা খেয়ে প্রান গেল শ্বশুরের। অভিযোগ নিয়ে থানায় হাজির স্বামী। জলপাইগুড়ি সদর ব্লকের বেলাকোবা অঞ্চলের দশদরগার ঘটনায় চাঞ্চল্য। বিধায়ক-পুলিশকে জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ স্বামীর।
জানা গিয়েছে, গত ১৩ এপ্রিল ঘটনাটি ঘটে। অভিযুক্ত প্রতিবেশী ওয়াজিজুল হক ওরফে নন্টু এলাকায় দুষ্কৃতি তাণ্ডব করে বেড়ায় বলে অভিযোগ। ঘটনার দিন দরজা ভেঙে ঘরে ঢুকে অমহিলাকে শ্লীলতাহানী করে এবং ধর্ষন সহ খুনের হুমকি দেওয়া হয় বলে মহিলার স্বামী অভিযোগ করেছেন। সেই সময় বাধা দিতে গিয়ে শশুরের ওপর রড দিয়ে হামলা করে অভিযুক্ত। প্রথমে জলপাইগুড়ি সুপার স্পেশালিস্ট হাসপাতালে এবং সেখান থেকে আটদিন পর উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পাঠানো হয়। ডাক্তাররা হাল ছেড়ে দিয়ে বুধবার বাড়ি পাঠিয়ে দেয় বলে দাবি পরিবারের। এরপর শুক্রবার ভোরে বৃদ্ধ মারা যায়। এই ঘটনার পর শুক্রবার আবারও কোতয়ালী থানায় অভিযোগ নিয়ে হাজির হয় মহিলার স্বামী।
এই ঘটনা প্রসঙ্গে এলাকার তৃণমূল জেলা পরিষদের সহ সভাধিপতি দুলাল দেবনাথ-র ভাই সন্তোষ দেবনাথ জানান, অভিযুক্ত ওয়াজুল হক ওরফে নটু এলাকার একজন সন্ত্রাসবাদি। এই ব্যাপারে এলাকার প্রধান ও বিধায়ক এবং কোতোয়ালি থানার আইসিকে জানিয়েও কোনও কাজ হয়নি বলে অভিযোগ।
অপরদিকে অভিযুক্তকে তার বাড়িতে পাওয়া যায়নি। তার স্ত্রী ও মেয়ে জানান, তার স্বামীর বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে সম্পূর্ণ মিথ্যা। তার স্বামী বুধবার দিন ওই এলাকা দিয়ে যাওয়ার সময় গাড়ি আটকে তাকে মারধর করা হয়। স্বামী বালু পাথরের ব্যবসা করেন বলে জানান। যিনি মারা গিয়েছেন তিনি ৩ বছর থেকেই অসুস্থ ছিলেন বলে দাবি। এদিকে, অভিযোগকারী পরিবারের তরফে দোষীর শাস্তির দাবি জানান হয়েছে।
এই ঘটনা প্রসঙ্গে পুলিশ সুপার জানিয়েছেন, ‘ঘটনার তদন্ত চলছে। আপাতত মারপিটের অভিযোগ জমা পড়েছে। শ্লীলতাহানির অভিযোগ আছে কি না সেটা দেখা হচ্ছে।’