৬টি ট্রাকে ৭টি হাতি নিয়ে যাওয়া হচ্ছিল। জলপাইগুড়ি তিস্তা সেতুর কাছে ট্রাক গুলিকে আটক করল বন দপ্তর। অরুনাচল প্রদেশ থেকে ট্রাক বোঝাই করে ছোট বড় মিলিয়ে সাতটি হাতি গুজরাটে নিয়ে যাওয়া হচ্ছিল।
ঘটনায় মাহুত এবং গাড়ির চালক সহ মোট ১৮ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে বন দপ্তর। পাচারের উদ্দেশ্যে হাতিগুলো কে নিয়ে যাওয়া হচ্ছিল কিনা তা জানতে কাগজপত্র খতিয়ে দেখার পাশাপাশি হাতির কানে লাগানো মাইক্রো চিপ পরীক্ষা করে দেখা হবে।
মঙ্গলবার গোপন সূত্রে খবর পেয়ে তিস্তা সেতুর কাছে হাতি সহ ট্রাক আটক করেন জলপাইগুড়ি বন বিভাগের কর্মীরা। উল্লেখ্য, কয়েকদিন আগে অসম বাংলা সীমান্তের বারোবিশায় পাচারের আগে ক্যাঙ্গারু সহ একটি ট্রাক আটক করেছিল পুলিশ। তিস্তা সেতু সংলগ্ন এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়। খবর শুনেই হাতি দেখতে এলাকায় ভিড় জমান স্থানীয়রা।

