Jalpaiguri: বাস থেকে প্রস্রাব করতে নেমে গাড়ির ধাক্কায় মৃত্যু ব্যক্তির

বাস থেকে প্রস্রাব করতে নেমেছিলেন যুবক, পাশ থেকে আসা গাড়ির ধাক্কায় মর্মান্তিক পরিণতি! ভিনরাজ্যে কাজ করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক যুবকের। জলপাইগুড়ির রানিনগরের ঘটনা।

স্থানীয় সুত্রে জানা গেল, মঙ্গলবার সকালে নিউ জলপাইগুড়ি থেকে আসামে বাড়ির উদ্দেশ্যে বাসে ফিরছিলেন ৪ ব্যক্তি। সেই বাস রানিনগরে থামতেই তাঁদের মধ্যে এক যুবক প্রস্রাব করতে নামেন। সেইসময় একটি গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় যুবকের। এই ঘটনার পরই মৃতের সঙ্গে থাকা বাকিদের বাস থেকে নামিয়ে দেওয়া হয় বলে দাবি। শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়ক আধঘণ্টার জন্য অবরুদ্ধ হয়ে যায়। পুরো বিষয় খতিয়ে দেখছে জলপাইগুড়ির কোতোয়ালি থানার পুলিশ।

অন্যদিকে, এদিন সকালেই তালমার শেওড়াতলাতে ঘটে আরও একটি দুর্ঘটনা। ঘুমের ঘোরে গাড়ি চালাতে গিয়ে টোটোকে ধাক্কা মেরে নয়ানজুলিতে পড়ল একটি সুইফট ডিজার গাড়ি। গাড়িটি গুয়াহাটি থেকে শিলিগুড়ির পথে যাচ্ছিল। টোটোকে বাঁচাতে গিয়ে ছিটকে পরে রাস্তার পাশে। গাড়িতে থাকা চারজনের মধ্যে দুজন আহত।

About The Author