Jalpaiguri: বাইসনের হামলায় আহত গ্রামবাসী

জলপাইগুড়ি: ফের লোকালয়ে চলে এল বাইসন। বাইসনের হামলায় আহত হল এক ব্যক্তি। জলপাইগুড়ি জেলার নাগরাকাটা ব্লকের আংরাভাষা ২ অঞ্চলের ঘটনা। পাশের মরাঘাট রেঞ্জের জঙ্গল থেকে একটি বাইসন পরপর দুটি গ্রামে ঢুকে পড়ে।

বাইসনের হামলায় স্থানীয় একজন আহত হয়। শেষ পাওয়া খবরে, বাইসনটি একটি ঝোপের আড়ালে আশ্রয় নিয়েছে। বাইসনটিকে জঙ্গলে ফেরত পাঠানোর চেষ্টা করছেন বনকর্মীরা। বর্তমানে আহত ব্যক্তিকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।  খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াড ও নাথুয়া রেঞ্জের বনকর্মীরা। ঘটনাস্থলে রয়েছে বানারহাট থানার পুলিশও। 

About The Author