ইংরেজি নতুন বছরের প্রথম দিনে পরিবার অথবা প্রিয় বন্ধুদের সঙ্গে একটু আধটু ঘোরাঘুরি না করলেই নয়। শিলিগুড়ি-জলপাইগুড়ির মানুষ বছরের প্রথম দিন উদযাপন করতে তিস্তা পাড়ের গজলডোবায় ভিড় করলেন।
নিউ ইয়ার উপলক্ষে মানুষের ভিড় উপচে পড়ল গজলডোবয়। তিস্তার চরে বসে পিকনিকে সারলেন বহু মানুষ। এবারে বাড়তি পাওনা নতুন ব্রিজ। স্বাভাবিকভাবেই ঝুলন্ত সেতুকে ঘিরে পর্যটকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। অনেকেই ব্রিজের উপর দাঁড়িয়ে ফটোশুট সারলেন।
বাড়তি ভিড়ের সৌজন্যে বছরের প্রথম দিনটা ভালোই কাটল স্থানীয় ব্যবসায়ীদের। ভোরের আলোয় নানা রকমের খাবারের দোকানে ভিড়। ভিড় দেখা গেল নৌকা বিহারেও। শিলিগুড়ি জলপাইগুড়ি পাশাপাশি পার্শ্ববর্তী জেলার বহু মানুষ গাজলডোবা ভোরের আলোয় বছরের প্রথম দিনে ভিড় জমালেন।
গাজলডোবায় পিকনিক করতে আসা এক পর্যটক জানালেন, বছরের প্রথম দিন তাই পরিবারের সঙ্গে উদযাপন করতে এখানে আসা গেলেও কয়েক বছর এখানে পিকনিক করা না গেলেও এবারে তা সম্ভব হচ্ছে। বলাই বাহুল্য বছরে প্রথম দিনে ঠান্ডার আমেজে নিউ ইয়ার সেলিব্রেশন জমলো ভালো।
জলপাইগুড়ি জেলার গজলডোবা এখন সকলের পছন্দের একটি পর্যটনস্থল। নতুন ঝুলন্ত ব্রিজে দাঁড়িয়ে চলছে সেলফি ও ছবি তোলার হুল্লোড়। তাই নতুন বছরের প্রথম দিনেই চোখে পড়ার মতো ভিড় লক্ষ্য করা গেল গজলডোবায়। উত্তরের সমতল থেকে পাহাড়, সোমবার নতুন বছরের প্রথম দিনেই বেলা যত পড়েছে মানুষের ততটাই ভিড় উপচে পড়ল। কেউ কেউ আবার গজলডোবা ছাড়িয়ে উঠে গেলেন পাহাড়ের দিকে। মালবাজার, শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলা সহ রাজ্যের অন্যান্য জায়গা থেকে বহু মানুষ জলপাইগুড়ি এবং পার্শ্ববর্তী জেলা পাহাড়েও ভীড় জমিয়েছেন। দিনভর শুধু নাচ গান খাওয়া দাওয়া হইহুল্লোড়।