Jalpaiguri: কালবৈশাখী ঝড়ে মৃত্যু বেড়ে ৪, আহত শতাধিক

কালবৈশাখী ঝড়ে জলপাইগুড়িতে মৃত্যু হল চারজনের। আহত শতাধিক। জলপাইগুড়ি মেডিকেল কলেজে রোগীদের ভিড় উপচে পড়ল।

ময়নাগুড়িতেও লন্ডভন্ড হয়ে গেল বিস্তীর্ণ এলাকা। ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য বাড়ি। দ্রুত পদক্ষেপের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রশাসনিক সূত্রে খবর, রবিবার বিকেলের ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে জলপাইগুড়ি শহর, ধূপগুড়ি, ময়নাগুড়ি। যে চার জনের মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে দু’জন জলপাইগুড়ি শহরের বাসিন্দা। বাকি দু’জন ময়নাগুড়ির বার্নিশ এলাকার বাসিন্দা। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে জলপাইগুড়ি শহর সংলগ্ন পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের পাতকাটা ও ময়নাগুড়ি এলাকার ডেঙ্গুয়াঝাড় চা-বাগান ও ধূপগুড়ি। অনেকেই আহত। ঘরদোর লন্ডভন্ড হয়ে আশ্রয়হীন হয়ে পড়েছেন বহু মানুষ।

About The Author