Jalpaiguri: উদ্বোধনের পরও বন্ধ গজলডোবার ঝুলন্ত সেতু

রাজগঞ্জ: উদ্বোধনের পরপরই গজলডোবার ঝুলন্ত সেতুর ওপর দিয়ে যান চলাচল বন্ধ করে রাখা হয়েছে। প্রশাসন সূত্রে খবর, মেরামতির কাজ এখনও শেষ হয়নি। সেই কারণে কয়েক দিনের জন্য নতুন ব্রিজের উপর দিয়ে যান চলাচল বন্ধ রাখা হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, কদিন আগেই জলপাইগুড়িতে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ব্রিজের উদ্বোধন করেছিলেন। তবে তারপর আবারও বন্ধ করে রাখা হয়েছে ব্রিজ। যাতে ভেতরে কেউ ঢুকতে না পারে তার জন্য ‘নো এন্ট্রি’ স্ট্রিপ এবং ব্যারিকেড লাগানো হয়েছে। এই বিষয়ে এলাকার বিধায়ক তথা গজলডোবা উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান খগেশ্বর রায় বলেন, নতুন বছর শুরু হওয়ার আগেই এই ব্রিজ পুরোপুরিভাবে খুলে দেওয়া হবে।

ভোরের আলোয় নতুন সেতু উদ্বোধন হয়েছে, সেই খবর শুনে অনেকেই ছুটে আসছেন তবে সেতুর ওপরে রাস্তা বন্ধ দেখে নিরাশ হয়ে ফিরতে হচ্ছে পর্যটকদের। তবে নতুন ব্রিজকে ঘিরে উন্মাদনা রয়েছে চোখে পড়ার মতো। ব্রিজের ওপর দিয়ে যাতায়াত নিষেধ থাকলেও ব্রিজের কাছে গিয়ে ছবি তুলছেন অনেকেই।

About The Author