Jalpaiguri: আমবাড়ি ফালাকাটা রেলস্টেশনকে আপগ্রেড করার ভাবনা সাংসদের

রাজগঞ্জের আমবাড়ি রেলস্টেশনকে আপগ্রেড করার পাশাপাশি এলাকার মানুষের সুবিধার্থে বেলাকোবা এবং আমবাড়ি ফালাকাটায় দূরপাল্লার ট্রেনের স্টপেজের ব্যাপারেও মত জানালেন সাংসদ।

বুধবার রাজগঞ্জের আমবাড়ি ও বেলাকোবা রেলস্টেশন ঘুরে দেখে সাংসদ ডঃ জয়ন্ত কুমার রায় জানালেন, দূরপাল্লার ট্রেনের স্টপেজ, পানীয় জল ও শৌচালয় সহ পরিকাঠামো উন্নয়নের দাবি আমার কাছে করেছেন এলাকার বাসিন্দারা। তাই রেল স্টেশনগুলি দেখে গেলাম। এইনিয়ে রেল মন্ত্রকের সঙ্গে আলোচনা করা হবে।

তাঁর কথায়, শিলিগুড়ি ও জলপাইগুড়ির মাঝে এই এলাকার প্রচুর মানুষ ট্রেনে যাতায়াতের ওপর নির্ভরশীল। তাই আমবাড়ি, বেলাকোবা ও রানীনগর রেলস্টেশনে দূরপাল্লার ট্রেনের স্টপেজ সহ পরিকাঠামো উন্নয়নের দাবি দীর্ঘদিনের। এইনিয়ে রেল মন্ত্রকের কর্তাদের সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা করা হবে বলে আশ্বাস দেন সাংসদ। এই রেল স্টেশন দুটি পরিদর্শনের পাশাপাশি স্থানীয় বাসিন্দা ও রেলের আধিকারিকদের সঙ্গে কথা বলেন সাংসদ।

প্রসঙ্গত, রাজগঞ্জ ব্লকের এই রেলস্টেশন গুলিতে আগে কয়েকটি দূরপাল্লার ট্রেনের স্টপেজ ছিল। কিন্তু কোভিড শুরু হওয়ার পর ওই ট্রেনের স্টপেজ বন্ধ করে দেওয়া হয়।

About The Author