Jaldapara Fire: আগুনে পুড়ে ছাই ডুয়ার্সের ঐতিহ্যবাহী হলং বাংলো

জলপাইগুড়ি: আচমকাই আগুনে পুড়ে ছাই হয়ে গেল ডুয়ার্সের ঐতিহ্যবাহী হলং বাংলো। মঙ্গলবার রাত সাড়ে ন’টা নাগাদ বাংলোটিতে আগুন ধরে যায়। দমকলের দুটো ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। কিন্তু ততক্ষণে পুড়ে ছাই বাংলো।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এসি থেকে শর্ট সার্কিট হয়ে আগুন লেগেছে। ঘটনার সময় ভেতরে কেউ ছিলেন না। ১৫ জুন থেকে জঙ্গল বন্ধ হয়ে যাওয়ায় বাংলোটিতে কোনও পর্যটক ছিলেন না। উত্তরবঙ্গের মুখ্য বনপাল ভাস্কর জে ভি জানিয়েছেন, আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

এদিন বাংলোটি আগুনে পুড়ে যাওয়ার খবরে পর্যটন মহলেরও মন খারাপ। ১৯৫৬ সালে মাদারিহাটে জলদাপাড়া জঙ্গলের ভেতর বাংলোটি তৈরি হয়। প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে এসে দেশ-বিদেশের পর্যটকদের কাছে অত্যন্ত প্রিয় হয়ে উঠেছিল এই বাংলো।


RNF-এ প্রকাশিত খবর সংক্রান্ত কোনও অভিযোগ বা জিজ্ঞাসার জন্য ফোন করুন 8250955518 নম্বরে। ইমেল মারফত যোগাযোগ করতে support@rnfnews.in-এ মেইল করুন।

About The Author