রাজস্থানের জয়সালমের থেকে যোধপুরগামী একটি বেসরকারি এসি স্লিপার বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২০ জন যাত্রীর মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ছিলেন একই পরিবারের পাঁচজন—মহেন্দ্র মেঘওয়াল, তাঁর স্ত্রী পার্বতী, দুই কন্যা খুশি ও দীক্ষা, এবং পুত্র শৌর্য।
মহেন্দ্র মেঘওয়াল ছিলেন জয়সালমেরের ইন্দ্রা কলোনিতে বসবাসকারী একজন অর্ডন্যান্স ফ্যাক্টরির কর্মী। দীপাবলির ছুটিতে পরিবারসহ যোধপুর যাচ্ছিলেন। বাসটি যাত্রা শুরুর মাত্র ১০ মিনিটের মধ্যেই আগুন ধরে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে অনেক যাত্রী বেরোতে পারেননি। বাসের দরজা আটকে যাওয়ায় পালানোর পথ বন্ধ হয়ে যায়।
দুর্ঘটনার পর মহাত্মা গান্ধী হাসপাতালে আহতদের ভর্তি করা হয়েছে। মৃতদের শনাক্ত করতে ডিএনএ পরীক্ষার প্রয়োজন পড়ছে, কারণ দেহগুলি চেনার অযোগ্য অবস্থায় পৌঁছেছে।
বাসটি মাত্র পাঁচ দিন আগে এসি স্লিপার কোচে রূপান্তরিত হয়েছিল। তদন্ত চলছে, কীভাবে এত দ্রুত আগুন ছড়াল এবং নিরাপত্তা ব্যবস্থা এত দুর্বল ছিল।

