দেশের উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিলেন জগদীপ ধনখড়। সোমবার রাতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে পাঠানো একটি চিঠিতে তিনি স্পষ্টত জানিয়েছেন, স্বাস্থ্যগত কারণে তিনি এই পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। তার আগে রাজ্যসভার অধ্যক্ষ হিসাবে এদিনের অধিবেশনও পরিচালনা করেছিলেন তিনি।
২০২২ সালের অগস্ট মাসে দেশের ১৪তম উপরাষ্ট্রপতি হিসাবে দায়িত্বগ্রহণ করেছিলেন ধনখড়। বিরোধী জোটের প্রার্থী মার্গারেট আলভাকে ৩৪৬ ভোটে পরাজিত করে তিনি জয়ী হন। পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল হিসাবে পরিচিত ধনখড় তখন থেকেই কেন্দ্রীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে শুরু করেন।
ধনখড়ের এই ইস্তফা রাজ্যসভার সাংবিধানিক কাঠামো এবং কেন্দ্রীয় রাজনীতিতে তাৎপর্যপূর্ণ পরিবর্তন আনতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও রাষ্ট্রপতি ভবন সূত্রে জানানো হয়েছে, ইস্তফার সিদ্ধান্ত একান্ত ব্যক্তিগত এবং তা তাঁর স্বাস্থ্যের প্রয়োজন থেকেই নেওয়া হয়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করে শাসক ও বিরোধী শিবিরে রাজনৈতিক আলোচনার ঢেউ ছড়িয়ে পড়েছে। আপাতত, উপরাষ্ট্রপতির পদটি শূন্য হওয়ায় নতুন নিয়োগ নিয়ে সাংবিধানিক প্রক্রিয়া শুরু হওয়ার অপেক্ষায় রয়েছে দেশ।