মহাকাশে মানুষ পাঠানোর লক্ষ্যে আরও একধাপ এগিয়ে গেল ইসরো। সপ্তমীর সকালে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে গগনযানের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ সম্পন্ন হল। পরিকল্পনামাফিক গগনযান থেকে বঙ্গোপসাগরে নেমে এল প্যারাসুট। মহাকাশচারীরা প্যারাসুটের মাধ্যমে নেমে আসতে পারবেন কি না, তা খতিয়ে দেখার জন্য যে পরীক্ষা করেছিল ইসরো, তা সফল হয়েছে। ইসরো জানিয়েছে, পরিকল্পনা অনুযায়ীই সব কিছু হয়েছে।
তবে এদিন সকালে পরপর দু’বার থমকে গিয়েছিল গগনযানের পরীক্ষামূলক যাত্রা। প্রথমে ৮টায় গগনযানের যাত্রা শুরু হওয়ার কথা ছিল। পরে ৮টা ৪৫ মিনিটে যাত্রা শুরু হবে বলে ঠিক হয়। কাউন্টডাউনে যখন মাত্র ৫ সেকেন্ড বাকি, সেই সময় হঠাৎই ইসরোর ‘কাউন্টডাউন ক্লক’ থেমে যায়। পরে ইসরোর তরফে জানানো হয়, যান্ত্রিক ত্রুটি ঠিক করা হয়েছে। পরে সকাল ১০টায় সফল হল উৎক্ষেপণ পর্ব।
মহাকাশে মানুষ পাঠানোর তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। আপাতত প্রাথমিক পরীক্ষার পর্ব চলছে। সেই পরীক্ষায় সফল হলেই মিশনের চূড়ান্ত পর্বের প্রস্তুতি শুরু করবে মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। মূল অভিযানে ৪০০ কিলোমিটার উচ্চতার কক্ষপথে পাঠানো হবে মহাকাশযান, তাতে থাকবে তিনজন মহাকাশচারী। তিনদিনের অভিযান শেষে সফলভাবে নিরাপদে যাতে তাঁরা পৃথিবীতে ফিরে আসেন, সেটাই এই অভিযানের মূল লক্ষ্য। সেই অভিযানে নামবার আগে আরও একবার টেস্ট ফ্লাইট পাঠানো হবে।