ISRO: মহাকাশে পৌঁছেও স্যাটেলাইট স্থাপনে সমস্যা! ১০১তম অভিযানে ব্যর্থ ইসরো

স্যাটেলাইটটি ছবি তোলার জন্য পাঠানো হচ্ছিল। কিন্তু ৫২৪ কিমি সূর্য-সমকালীন মেরু কক্ষপথে সেটিকে প্রতিস্থাপন করা গেল না।


১০১তম উৎক্ষেপণ অভিযান ব্যর্থ হল ইসরোর। রবিবার সকালে ব্যর্থতার মুখ দেখতে হল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থাকে। এদিন ভোর ৫টা ৫৯ মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে রওনা দিয়েছিল পিএসএলভি-সি৬১ রকেট।

 

লক্ষ্য ছিল EOS-09 কৃত্রিম উপগ্রহ লঞ্চ করা। কিন্তু তা করা গেল না। যান্ত্রিক গোলযোগের কারণে ওই উপগ্রহটি মহাকাশে প্রেরণ করা যায়নি। উৎক্ষেপণের ২০৩ সেকেন্ডের মধ্যে মিশনের তৃতীয় ধাপে সমস্যা দেখা দেওয়ার পরই তা বাতিল করে দেওয়া হয়।

 

১৬৯৬ কেজির ইওএস-০৯ স্যাটেলাইটটি তৈরিই হয়েছে সি ব্যান্ডের SAR ব্যবহার করে সমস্ত মরশুমের ছবি তোলার জন্য। কিন্তু ৫২৪ কিমি সূর্য-সমকালীন মেরু কক্ষপথে সেটিকে প্রতিস্থাপন করা গেল না।

 

প্রাথমিক ভাবে প্রাপ্ত তথ্য থেকে জানা যাচ্ছে, তৃতীয় ধাপেই থমকে যায় মিশন। ২০১৭ সালের পর এই প্রথম ইসরোর কোনও কৃত্রিম উপগ্রহ লঞ্চের পরিকল্পনা ব্যর্থ হল। ইসরোর চিফ ভি নারায়ণ পরে লাইভ স্ট্রিমে এসে পুরো বিষয়টি খুলে বলেন।

 

তিনি বলেন, ‘১০১তম মিশনটি আজ শুরু করা হয়। পিএসএলভি-সি৬১ দ্বিতীয় ধাপ পর্যন্ত স্বাভাবিক ছিল। কিন্তু তৃতীয় ধাপে এক বিশেষ পর্যবেক্ষণের পরে এই মিশন বাতিল করে দেওয়া হল।’

 

প্রসঙ্গত, গত জানুয়ারিতে শততম উৎক্ষেপণের নজির গড়েছিল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। কিন্তু এরপরই ১০১-তম মিশনটি ব্যর্থ হওয়ায় কয়েক বছর পর ব্যর্থতার স্বাদ পেল ইসরো।

About The Author