ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো রবিবার মহাকাশে পাঠাতে চলেছে দেশের সবচেয়ে ভারী উপগ্রহ—CMS-03। এই উপগ্রহের ওজন প্রায় ৪৪১০ কেজি, যা ইসরোর ইতিহাসে এক নতুন রেকর্ড। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হবে LVM3-M5 রকেটের মাধ্যমে।
CMS-03 মূলত ভারতীয় নৌবাহিনীর জন্য একটি উন্নত যোগাযোগ উপগ্রহ, যা সমুদ্রপৃষ্ঠ ও গভীর সমুদ্র অঞ্চলে নিরবিচ্ছিন্ন তথ্য আদানপ্রদান নিশ্চিত করবে। এটি Ku, S ও C ব্যান্ডে কাজ করবে এবং জিওস্টেশনারি কক্ষপথে স্থাপিত হবে, যা পৃথিবী থেকে প্রায় ৩৬,০০০ কিলোমিটার দূরে।
এই উৎক্ষেপণ ইসরোর চতুর্থ বড় মিশন এই বছরে। CMS-03 উৎক্ষেপণের মাধ্যমে ভারতের সামরিক যোগাযোগ ক্ষমতা আরও শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে। উৎক্ষেপণের মুহূর্তটি সরাসরি সম্প্রচার করা হবে, যাতে সাধারণ মানুষও এই ঐতিহাসিক ঘটনার সাক্ষী থাকতে পারেন।
CMS-03-এর প্রযুক্তিগত দিক, উৎক্ষেপণ পরিকল্পনা ও সামরিক প্রয়োগ নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। মহাকাশ গবেষণায় ভারতের অগ্রগতি আরও এক ধাপ এগোতে চলেছে এই মিশনের মাধ্যমে।

