ISRO: মহাকাশ থেকে ‘শত্রু’ চিনবে ‘অন্বেষা’! সকালেই পাড়ি দিচ্ছে ভারতের নয়া উপগ্রহ

নয়াদিল্লি: সীমান্তে শত্রুপক্ষের গতিবিধি পর্যবেক্ষণে শক্তি বাড়ছে ভারতের। সোমবার সকালেই ভারতের মহাকাশ গবেষণা সংস্থা (ISRO) উৎক্ষেপণ করতে চলেছে নতুন নজরদারি উপগ্রহ ‘অন্বেষা’।

শ্রীহরিকোটা থেকে PSLV রকেটের মাধ্যমে মহাকাশে পাঠানো হবে এই উপগ্রহ। সব ঠিক থাকলে সকাল সাড়ে ১০টার পর মহাকাশে পাড়ি দেবে এই উপগ্রহ।

সূত্রের খবর, ‘অন্বেষা’ উপগ্রহে অত্যাধুনিক ক্যামেরা ও সেন্সর বসানো হয়েছে, যা সীমান্তবর্তী এলাকায় শত্রুপক্ষের কার্যকলাপ নজরে রাখতে সক্ষম। শুধু নজরদারি নয়, উপগ্রহটি দুর্যোগ মোকাবিলা ও সীমান্তে দ্রুত তথ্য আদানপ্রদানেও সাহায্য করবে।

প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, ‘অন্বেষা’ ভারতের মহাকাশ প্রতিরক্ষা সক্ষমতাকে আরও শক্তিশালী করবে। এর মাধ্যমে পাকিস্তান ও চিন সীমান্তে নজরদারি আরও কার্যকর হবে। শত্রুপক্ষের গতিবিধি মহাকাশ থেকে পর্যবেক্ষণ করার জন্য বিশেষভাবে তৈরি এই কৃত্রিম উপগ্রহকে দেশের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, গত কয়েক বছরে ISRO একাধিক উপগ্রহ তৈরি করেছে, যা যোগাযোগ, আবহাওয়া পূর্বাভাস ও প্রতিরক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এবার ‘অন্বেষা’ যোগ হওয়ায় ভারতের মহাকাশ নজরদারি ব্যবস্থায় নতুন অধ্যায় শুরু হবে।

About The Author