ISRO: সূর্যের কক্ষপথে সফলভাবে স্থাপিত হল আদিত্য এল১

মহাকাশে ফের ইতিহাস গড়ল ভারত। দেশের প্রথম সৌর-মিশন সফল হল শনিবার।

এদিন বিকেলে সফল ভাবে সূর্যের নির্দিষ্ট কক্ষপথে পৌঁছে গেল আদিত্য-এল১। শুধু তাই নয়, আগামী পাঁচ বছরের জন্য সেখানে স্থাপিত হয়েছে সেটি। সেখান থেকেই সূর্যের নানা তথ্য সংগ্রহ করে ইসরোকে পাঠাবে আদিত্য। এই বিরাট সাফল্যে ইসরোকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী মোদী। নতুন খবর প্রকাশ্যে এনে দেশবাসীকে মোদী জানিয়েছেন, বৈজ্ঞানিকদের একাগ্রতা এবং কঠিন পরিশ্রমের ফসল হল এই সাফল্য।

https://twitter.com/narendramodi/status/1743588153229738078

About The Author