ইজরায়েল যুদ্ধে নিহত বেড়ে ৫০০, জঙ্গিদের নিশ্চিহ্ন করার হুঁশিয়ারি নেতানিয়াহুর

হামাস জঙ্গিদের আচমকা আক্রমণের জবাবে প্যালেস্তিনীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ইজরায়েল। জানা গিয়েছে, এই যুদ্ধে গত ২৪ ঘণ্টায় প্রায় ৫০০ জনের বেশি মানুষ মারা পড়েছেন।

ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজায় হামাস জঙ্গিদের নিশ্চিহ্ন করার হুঁশিয়ারি দিয়েছেন। যুদ্ধ ঘোষণার পর তিনি বলেন, এই যুদ্ধে ইজরায়েলই জিতবে।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গাজায় একশোরও বেশি বাড়ি হামাসের রকেট হামলায় গুঁড়িয়ে গিয়েছে। জঙ্গিরা সাধারণ মানুষের বাড়িতে ঢুকে হামলা চালিয়েছে।

আকাশ ও স্থল পথে হামলা চালানোর পাশাপাশি সমুদ্রের দিক থেকেও হামলা চালাতে শুরু করেছে প্যালেস্তিনীয় জঙ্গিগোষ্ঠী হামাস। শনিবার সকাল সকাল দুই পক্ষের মধ্যে যুদ্ধ শুরু হয়েছে।

ইসরায়েলের দাবি, দখলে থাকা গাজা উপত্যকা থেকে রকেট ছুঁড়েছে হামাস গোষ্ঠী। হামলার দায় স্বীকারও করেছে প্যালেস্টাইনের ইসলামি সংগঠন হামাস। শুধু তাই নয়, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে প্যালেস্তাইনও। ইজরায়েলের সেনা দপ্ত‌রেও হামলা চালিয়েছে তারা।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে হামাস গাজা উপত্যকা দিয়ে প্যারাসুটে চড়ে ইসরায়েলে অনুপ্রবেশ করেছে। শেষ পাওয়া খবর অনুযায়ী ইজরায়েলের বেশ কিছু রাস্তা এখন জঙ্গিদের দখলে।  আর এর পরই যুদ্ধের ঘোষণা করেছে ইসরায়েল সরকার।

এদিকে, ইতিমধ্যেই বেশ কিছু দেশ এবং বিশ্ব নেতারা ইসরায়েলের পক্ষে সমর্থন জানিয়েছেন। অন্যদিকে, ইরান, পাকিস্তান সহ মধ্যপ্রাচ্যের দেশগুলি প্যালেস্তাইনের পক্ষে রয়েছেন।

About The Author