‘গাজা পুরোপুরি নিয়ন্ত্রণে নেবে ইসরায়েল’—নতুন করে ঘোষণা নেতানিয়াহুর

গাজা নিয়ে ফের বড় সিদ্ধান্তের পথে ইসরায়েল। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন, তাঁর সরকার গাজার “সম্পূর্ণ নিয়ন্ত্রণ” নিতে চায়। যদিও তিনি দাবি করেছেন, ইসরায়েল সরাসরি শাসন করবে না, বরং “আরব বাহিনীর হাতে” শাসনভার তুলে দেবে। এই মন্তব্যের পরই দেশজুড়ে শুরু হয়েছে তীব্র প্রতিবাদ।

ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, “আমরা গাজা থেকে হামাসকে সরাতে চাই। এরপর এমন একটি বেসামরিক প্রশাসনের হাতে এলাকা তুলে দেব, যারা ইসরায়েলের ধ্বংস চায় না।” তাঁর এই মন্তব্যকে “যুদ্ধের আরও বিস্তার” বলে কটাক্ষ করেছেন বিরোধী নেতা ইয়াইর লাপিদ। তিনি বলেন, “নেতানিয়াহু যা করছেন, তা আরও যুদ্ধ, আরও মৃত বন্দি, এবং কোটি কোটি শেকেল অপচয়।”

এই সিদ্ধান্তের বিরুদ্ধে জেরুজালেম, তেল আবিব-সহ একাধিক শহরে বিক্ষোভে নেমেছেন বন্দিদের পরিবার। তাঁরা বলছেন, “এই পরিকল্পনা বাস্তবায়িত হলে আমাদের প্রিয়জনদের মৃত্যু অনিবার্য।” অনেকে প্রধানমন্ত্রী দপ্তরের সামনে শৃঙ্খল বেঁধে প্রতিবাদ করেছেন, কেউ কেউ গাজার সামুদ্রিক সীমান্তে গিয়ে “SOS” বার্তা দিয়েছেন।

ইসরায়েলি সেনাবাহিনী ইতিমধ্যেই গাজার প্রায় ৭৫% অংশ নিয়ন্ত্রণে নিয়েছে। নতুন পরিকল্পনা অনুযায়ী, বাকি অংশেও অভিযান চালিয়ে হামাসকে নির্মূল করার চেষ্টা হবে। তবে সেনাবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির এই পরিকল্পনার বিরোধিতা করে বলেছেন, “পুরো গাজা দখল করলে সেনাবাহিনী সেখানে আটকে পড়বে এবং বন্দিদের জীবন ঝুঁকিতে পড়বে।”

About The Author