Islampur: ‘ওটা জাতীয় পতাকা নয়, প্রচারের জন্য…’, জাতীয় পতাকা অবমাননার অভিযোগ

ইসলামপুর: ‘ওটা জাতীয় পতাকা নয়, ওটা একটা অ্যাড অর্থাৎ প্রচার; ওটা ভারতীয় পতাকার মধ্যে আসে না’, সংবাদ মাধ্যমের সামনে এমন কথা বলে জনরোষের মুখে ট্যাক্সি ইউনিয়নের সভাপতি।

৭৩ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর বাস টার্মিনাস সংলগ্ন এলাকায় ট্যাক্সি ইউনিয়নের তরফ থেকে একটি বড়ো জাতীয় পতাকা ঝোলানো হয়। রাত গভীর হতে থাকলেও একইভাবে জাতীয় পতাকাটি ঝোলানো থাকে। সেই বিষয়টি সংবাদ মাধ্যমের চোখে পড়তেই ট্যাক্সি ইউনিয়নের সদস্যদের বিষয়টি জানানো হয়।

ট্যাক্সি ইউনিয়নের সভাপতি এসে সংবাদ মাধ্যমের কর্মীদের উপর কার্যত আক্রমণের সুরে বলেন, এটি জাতীয় পতাকা নয়। এটি একটা অ্যাড অর্থাৎ প্রচারের জন্য লাগানো হয়েছে। ফের প্রশ্ন করা হলে তিনি প্রচারের কথা অস্বীকার করে বলেন, ‘অনুষ্ঠান চলছিল। পরে পতাকাটি খুলে নেব।’ তবে প্রশ্ন উঠছে এত রাতে এই ভাবে পতাকা ঝুলিয়ে রাখা যায়?

নিয়ম অনুযায়ী, সূর্যাস্তের পর পতাকা তুলে রাখা যায় না। সরকারি কোনও নির্দেশ না থাকলে জাতীয় পতাকা অর্ধনমিত করে রাখতে নেই। কিন্তু সেই নিয়ম পালন হয়নি এখানে। পরে সংবাদ মাধ্যমের সামনে পতাকাটি খুলে নেন ট্যাক্সি ইউনিয়নের সদস্যরা।

About The Author