এবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আদালত চত্বরে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত হয়েছেন এবং আরও ২৭ জন আহত হয়েছেন।
স্থানীয় সময় দুপুরে আদালতের বাইরে একটি গাড়ি হঠাৎ বিস্ফোরিত হয়। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, হামলাটি আত্মঘাতী ছিল। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের গাড়ি ও ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণের সময় আদালত চত্বরে শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
ঘটনার পরপরই পুলিশ ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে নিয়ে যায়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বিস্ফোরণের পর গোটা এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। এখনও পর্যন্ত কোনও গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।
এদিকে, খাইবার পাখতুনখোয়ায় পাক সেনার একটি কনভয়কে লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে অন্তত ২৭ জন সেনা জখম হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সশস্ত্র জঙ্গিরা হঠাৎ কনভয়কে লক্ষ্য করে গুলি চালায় এবং বিস্ফোরক ব্যবহার করে। আহত সেনাদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
পাকিস্তানে সাম্প্রতিক সময়ে জঙ্গি হামলার সংখ্যা বেড়েছে। ইসলামাবাদ ও সীমান্তবর্তী প্রদেশগুলিতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

