ইজরায়েলের বিমান হানায় প্রাণ হারালেন ইরানের সদ্য নিযুক্ত সেনাপ্রধান, দাবি IDF-র

রাতের অন্ধকারে ইজরায়েলের বিমান হানায় প্রাণ হারালেন ইরানের সদ্য নিযুক্ত সেনাপ্রধান আলি শাদমানি—এমনটাই দাবি করেছে ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনী (IDF)।

সোমবার গভীর রাতে তেহরানে এই হামলা চালানো হয় বলে জানায় তারা। মঙ্গলবার সকালে এক বিবৃতিতে আইডিএফ জানায়, ইরানের সেনাবাহিনীর কেন্দ্রীয় সদর দফতর লক্ষ্য করেই বিমান হামলা চালানো হয়েছিল এবং সেই আক্রমণেই নিহত হয়েছেন শাদমানি।

মাত্র কয়েক দিন আগেই, শনিবার, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই শাদমানিকে ব্রিগেডিয়ার জেনারেল থেকে পদোন্নতি দিয়ে মেজর জেনারেল করেন এবং ‘খতম আল-আম্বিয়া’ নামক সামরিক সদর দফতরের প্রধান হিসেবে দায়িত্ব দেন। ওই পদে শাদমানির আগের দায়িত্বপ্রাপ্ত ছিলেন ডেপুটি কমান্ডার জেনারেল গোলাম আলি রশিদ, যিনি গত শুক্রবার ইজরায়েলি হামলায় নিহত হন।

একই দিনে নিহত হন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মহম্মদ হোসেন বাগেরি এবং রেভলিউশনারি গার্ডের প্রধান কমান্ডার জেনারেল হোসেন সালামিও। সেইসঙ্গে ইজরায়েলের আগ্রাসনে প্রাণ হারিয়েছেন অন্তত ৯ জন পরমাণু বিজ্ঞানীও।

আইডিএফ-এর মতে, শাদমানি ছিলেন খামেনেইয়ের অত্যন্ত বিশ্বস্ত ও ঘনিষ্ঠ সহযোগী। গোয়েন্দা সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, সোমবার রাতে তেহরানে বায়ুসেনার এই হামলায় শাদমানির মৃত্যু হয়েছে। যদিও এখনও পর্যন্ত ইরানের কোনও সরকারি সূত্র থেকে এই ঘটনায় কোনও প্রতিক্রিয়া বা বিবৃতি আসেনি।

About The Author