ট্রাম্পের ধমকে ভয় পায়না ইরান, পাল্টা জবাব খামেনিইর

আমেরিকা ধমকে ভয় পায়না ইরান, ট্রাম্পের বাক্যবাণের জবাব দিলেন ইরানের মুখিয়া খামেনিই।

এক্স-এ সাবেক টুইটারে লিখলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট আমাদের হুমকি দিচ্ছেন। তার অযৌক্তিক বক্তব্যের মাধ্যমে তিনি দাবি করছেন যে ইরানি জনগণ তার কাছে আত্মসমর্পণ করুক। যারা হুমকি পেতে ভয় পায় তাদের বিরুদ্ধে তাদের হুমকি দেওয়া উচিত। ইরানি জাতি এই ধরনের হুমকিতে ভীত নয়।’

ইরানকে যারা চেনে, তারা এই ভাষায় কথা বলে না। বুধবার টেলিভিশন বার্তায় এমনটাই মন্তব্য করলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা খামেনেই। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ করে এই বার্তা দিয়েছেন তিনি। জানিয়েছেন, ইরানের উপর ‘যুদ্ধ’ চাপিয়ে দেওয়া হচ্ছে। এর কাছে তাঁরা মাথা নত করবেন না। কোনও ‘চাপিয়ে দেওয়া শান্তি’র কাছেও মাথা নত করবে না ইরান।টেলিভিশন বার্তায় খামেনেই বলেন, ‘‘আরোপিত যুদ্ধের মুখে ইরান কঠোর অবস্থান নেবে। আরোপিত শান্তির বিরুদ্ধেও ইরানের অবস্থান হবে সমান। আরোপের মুখে এই দেশ কারও সামনে আত্মসমর্পণ করবে না।’’

About The Author