ট্রাম্পের ভয়ে বাঙ্কারে গিয়ে লুকোননি খামেনি, ইরানের কনসাল জেনারেল যা জানালেন

মুম্বই: আয়াতোল্লাহ খামেনি বাঙ্কারে লুকোননি। ইরান ভয় পায় না, আক্রমণ হলে প্রতিরোধে প্রস্তুত। ভারতের মুম্বইয়ে নিযুক্ত ইরানের কনসাল জেনারেল সাঈদ রেজা মোসায়েব মোটলাঘ NDTV-কে দেওয়া এক সাক্ষাৎকারে জানালেন এই কথা।

তাঁর কথায়, ইরান কোনও বিদেশি শক্তিকে ভয় পায় না। তিনি স্পষ্ট করে বলেন, “আমাদের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনি বাঙ্কারে লুকোননি। তিনি নিয়মিত বৈঠক করছেন এবং দেশের পরিস্থিতি সামলাচ্ছেন।”

মোটলাঘ অভিযোগ করেন, বিদেশি গোয়েন্দা সংস্থার প্ররোচনায় ইরানে বিক্ষোভ ছড়ানো হয়েছিল। তাঁর দাবি, প্রথমে নিরাপত্তা বাহিনী ধৈর্য দেখালেও পরে সন্ত্রাসী উপাদানরা বিদেশি নির্দেশে নাশকতা শুরু করে। এতে সাধারণ মানুষ ও সরকারি সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়। তিনি জানান, ইরান সম্পূর্ণ প্রস্তুত—যদি কোনও শক্তি আক্রমণ চালায়, দেশ প্রতিরোধ করবে পূর্ণ শক্তি দিয়ে।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে ইরান বিদেশি নিষেধাজ্ঞার মুখে পড়লেও ভারতসহ বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে। ভারতীয় নাগরিকরা ইরানে নিরাপদ আছেন বলেও আশ্বস্ত করেন তিনি।

ইন্টারনেট বন্ধের সমালোচনার জবাবে কনসাল জেনারেল জানান, বিদেশি শক্তি অশান্তি উসকে দিতে ইন্টারনেট ব্যবহার করছিল। তবে এখন পরিস্থিতি উন্নতির পথে এবং কয়েক দিনের মধ্যে পুরোপুরি স্বাভাবিক হবে।

About The Author