জরুরিভিত্তিতে ইরানের রাজধানি তেহরান খালি করতে বলছে ভারত-আমেরিকা সহ বেশকিছু দেশ। এদিকে, জি৭ বৈঠক কাট ছাট করে তড়িঘড়ি দেশে ফিরলেন ট্রাম্প।
ইসরায়েল-ইরান সংঘাত এবার সরাসরি যুদ্ধের দোরগোড়ায়। যুদ্ধবিধ্বস্ত ইরানের রাজধানী তেহরান। পরিস্থিতির অবনতি হওয়ায় তেহরান থেকে দ্রুত নাগরিকদের সরিয়ে নিতে আহ্বান জানিয়েছে ভারত, ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র ও চিন।
গত শুক্রবার থেকে দুই দেশের উত্তেজনা শুরু হয়। পারমাণবিক কেন্দ্র, তেল ও গ্যাস সংস্থা এবং ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে একের পর এক হামলা চালানো হয়েছে।
সোমবার পরপর বিভিন্ন দেশের তরফে তাঁদের তাঁদের নাগরিকদের সতর্কবার্তা দেওয়া হল। মধ্যপ্রাচ্যে অবস্থানরত নাগরিকদের সতর্ক করা হয়েছে। ভারতের দূতাবাস জানিয়েছে, ভারতীয়রা অবিলম্বে তেহরান ছাড়ুন এবং নিরাপদ জায়গায় আশ্রয় নিন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতালির G7 সম্মেলনে অংশ নেওয়ার সময় নিজের ‘ট্রুথ’ সোশ্যাল অ্যাকাউন্টে লেখেন, “সবাইকে এখনই তেহরান ত্যাগ করতে হবে!” তিনি আরও বলেন, “ইরান পারমাণবিক অস্ত্র পেতে পারে না। আমি এখান থেকে ফিরেই কিছু করব।” তাঁর বক্তব্যে পরিস্থিতি যে জটিল তা স্পষ্ট।
ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় ইরান জানিয়েছে, প্রয়োজনে তারা পরমাণু অস্ত্র বিস্তার রোধে স্বাক্ষরিত আন্তর্জাতিক চুক্তি NPT থেকে সরে আসবে। তেহরান বলছে, তাদের সব ধরনের প্রতিরোধের প্রস্তুতি রয়েছে।
ইরান সরকারের তথ্য অনুযায়ী, সংঘর্ষ শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত ২২৪ জন নিহত হয়েছে, যাদের বেশিরভাগই বেসামরিক। অন্যদিকে, ইসরায়েল ২৪ জন নিহত এবং প্রায় ৫৯০ জন আহত হওয়ার কথা জানিয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতি সামাল না দিলে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ বেধে যেতে পারে, যার পরিণতি হতে পারে ভয়াবহ-এমনকি পারমাণবিক যুদ্ধ পর্যন্ত গড়াতে পারে।