তিলোত্তমায় আইপিএলের উদ্বোধনী ম্যাচ উপলক্ষে চারিদিকে উৎসবের আমেজ। বৃষ্টি ভ্রুকুটি কাটিয়ে ইডেনে আইপিএল-র জমকালো অনুষ্ঠান দেখল শহর কলকাতা। উদ্বোধনী অনুষ্ঠানে নজর কাড়লেন শ্রেয়া ঘোষাল।
শনিবার আইপিএলের ১৮তম আসর শুরু হল কলকাতার ইডেন গার্ডেনে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে। সন্ধ্যা ছ’টায় শুরু হয় অনুষ্ঠান। অনুষ্ঠানে একের পর এক সুরেলা উপহার দেন শ্রেয়া ঘোষাল। শুরু করেন, ‘আমি যে তোমার…’ গান দিয়ে।
𝐓𝐡𝐞 𝐯𝐨𝐢𝐜𝐞. 𝐓𝐡𝐞 𝐦𝐨𝐦𝐞𝐧𝐭. 𝐓𝐡𝐞 𝐦𝐚𝐠𝐢𝐜 🎶
Shreya Ghoshal’s mesmerizing voice lights up the #TATAIPL 2025 opening ceremony! ⭐#KKRvRCB | @shreyaghoshal pic.twitter.com/cDM8OpOIP3
— IndianPremierLeague (@IPL) March 22, 2025

