সাহায্য পাঠাল আমেরিকা-ব্রিটেন-ফ্রান্স, সীমান্ত বন্ধ করল বাংলাদেশ

ভারতের করোনা পরিস্থিতি ক্রমশই বিপর্যয়ের আকার ধারন করছে। ভারতে সংকটকালে আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কের প্রতিফলন ঘটছে। আমেরিকা, ব্রিটেন, জার্মানি, ফ্রান্স সহ আরও কিছু দেশ ভারতের করোনা পরিস্থিতি শোধরাতে সাহায্য পাঠিয়েছেন বা পাঠাবেন।

ব্রিটেন থেকে ইতিমধ্যে ১০০টি ভেন্টিলেটর পাঠানো হয়েছে। তার সাথে ৯৫টি অক্সিজেন কনসেন্ট্রেটর পাঠিয়েছে তারা।

ভারতের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সৌদি আরব। ভারতে ৮০ মেট্রিক টন তরল অক্সিজেন পাঠিয়েছে রিয়াদ।

ফ্রান্স এই মুহূর্তে ভারতকে ৮টি অক্সিজেন জেনারেটর দিয়ে সাহায্য করবে বলে জানিয়েছে। এই অক্সিজেন জেনারেটরগুলির মাধ্যমে হাসপাতালেই অক্সিজেন উৎপাদন করা সম্ভব হবে। অক্সিজেন সহ অন্যান্য দরকারি সামগ্রী পাঠানোর কথা।

এদিকে ‘চাপে পড়ে’ আমেরিকা ৩১৮টি অক্সিজেন কনসেন্ট্রেটর পাঠিয়েছে ভারতকে। এই বিষয়ে সোমবারই নরেন্দ্র মোদির সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এদিকে, গুগল এবং মাইক্রোসফটের পক্ষ থেকেও ভারতকে সাহায্য করা হয়েছে।

অন্যদিকে, বাংলাদেশ প্রশাসন ভারত-বাংলাদেশ সীমান্ত বন্ধ করেছে। সোমবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

এদিকে, সোমবারের তথ্য অনুযায়ী, ভারতে গত ২৪ ঘন্টায় ৩ লক্ষ ৫২ হাজার ৯৯১। মৃত্যু হয়েছে ২ হাজার ৮১২ জনের। সুস্থ হয়েছেন ২ লক্ষ ১৯ হাজার ২৭২ জন।

About The Author