আন্তঃঅ্যাকাডেমি ফুটবল প্রতিযোগিতায় মাতল রাজগঞ্জ

রাজগঞ্জ: করোনার একঘেয়েমি কাটিয়ে আন্তঃঅ্যাকাডেমি ফুটবল প্রতিযোগিতায় মেতে উঠল রাজগঞ্জের ফুটবলপ্রেমী মানুষ। রাজগঞ্জ ওয়েলফেয়ার অর্গানাইজেশন পরিচালিত ৮ দলীয় নকআউট ফুটবল প্রতিযোগিতা শুরু হল। রবিবার দুপুরে রাজগঞ্জ মহেন্দ্রনাথ হাইস্কুল মাঠে স্বর্গীয় উত্তম চক্রবর্তী রানিং চ্যাম্পিয়ন ট্রফি, স্বর্গীয় সুজিত রায় রানিং রানার্স ট্রফি এবং স্বর্গীয় ভাদ্রু সাহা রানিং ফেয়ার প্লে ট্রফি আন্তঃএকাডেমি ফুটবল টুর্নামেন্টটির শুভ উদ্বোধন হল। পতাকা উত্তোলন করে খেলার উদ্বোধন করেন রাজগঞ্জ ওয়েলফেয়ার অ্যাকাডেমির প্রেসিডেন্ট দিপালী রায়। এদিন টুর্নামেন্টের প্রথম ম্যাচে ১ গোলে বেলাকোবা ফুটবল অ্যাকাডেমিকে পরাজিত করে ভিএনসি শিলিগুড়ি। দলটির হয়ে গোল করেন রাজা রায় এবং ম্যান অব্ দ্য ম্যাচ হয়েছেন ছোটন চন্দ্র শীল। খেলার শুরুতে স্বর্গীয় ক্রীড়াব্যক্তিত্বদের উদ্দেশ্যে পুষ্পার্ঘ্য প্রদান করেন বিশিষ্টজনেরা। স্থানীয় ক্যারাটে কুশলীদের মনকাড়া স্টান্ট নজর কাড়ে দর্শকদের। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়াবিদ অরিন্দম শর্মা এবং অমূল্য রায়, রাজগঞ্জ ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সম্পাদক রঞ্জিত মণ্ডল, সহ-সভাপতি সুবোধ গোস্বামী প্রমূখ। করোনা অতিমারির কারণে এতদিন রাজগঞ্জের এই স্কুল মাঠে সেরকম কোনও ক্রীড়া অনুষ্ঠান আয়োজিত হয়নি। বছরের শুরুতেই এই ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ায় খুশি ফুটবলপ্রেমী দর্শক এবং স্থানীয় বাসিন্দারা। এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২৩ জানুয়ারি।

About The Author