ইন্দোর: ভিক্ষার টাকা সুদে ধার দিয়ে করতেন আয়! সরকারি গোপন অভিযানে ফাঁস সব তথ্য। মধ্যপ্রদেশের এক ভিখারির জীবনকাহিনী চমকে দিয়েছে সবাইকে।
ইন্দোরের সরাফা বাজারে প্রতিদিন ভিক্ষা করে প্রায় ৪০০ থেকে ৫০০ টাকা আয় করেন মঙ্গিলাল নামে এক প্রতিবন্ধী ব্যক্তি। কিন্তু তদন্তে জানা গেছে, তিনি আসলে কোটি টাকার সম্পত্তির মালিক।
সরকারি অভিযানে ধরা পড়ার পর প্রকাশ্যে আসে তাঁর গোপন সম্পদের খবর। মঙ্গিলালের নামে রয়েছে তিনটি বাড়ি, যার মধ্যে একটি তিনতলা ভবন। এছাড়া তাঁর তিনটি অটো রিকশা রয়েছে, যা ভাড়া দিয়ে আয় করেন। এমনকি একটি মারুতি সুজুকি ডিজায়ার গাড়িও তাঁর মালিকানায় আছে, সেটিও ভাড়া দেওয়া হয়।
আশ্চর্যের বিষয়, এত সম্পত্তি থাকা সত্ত্বেও তিনি প্রধানমন্ত্রী আবাস যোজনায় একটি ১ বিএইচকে ফ্ল্যাটও পেয়েছেন। তদন্তে আরও জানা গেছে, ভিক্ষা থেকে পাওয়া টাকা তিনি স্থানীয় ব্যবসায়ীদের ঋণ হিসেবে দিয়ে সুদ আদায় করতেন। প্রতিদিন সন্ধ্যায় বাজারে গিয়ে সুদের টাকা সংগ্রহ করতেন তিনি।
অনুমান করা হচ্ছে, প্রায় ৪ থেকে ৫ লক্ষ টাকা তিনি ব্যবসায়ীদের ধার দিয়েছেন এবং প্রতিদিন সুদ বাবদ ১,০০০ থেকে ২,০০০ টাকা আয় করতেন। বর্তমানে তাঁকে উজ্জয়িনীর সেবাধাম আশ্রমে রাখা হয়েছে। তাঁর ব্যাংক অ্যাকাউন্ট ও সম্পত্তি খতিয়ে দেখা হচ্ছে। ইন্দোরে ভিখারি-মুক্ত অভিযান চলাকালীন এই ঘটনা প্রকাশ্যে আসায় শহরে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে।

