পালাতে গিয়ে বাইক থেকে পড়ে হাতে-পায়ে চোট পান আকিল খান: পুলিশ

ইন্দোর: মহিলা বিশ্বকাপ খেলতে এসে অস্ট্রেলিয়ার দুই মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্ত আকিল খানকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে তল্লাশি চালিয়ে তাকে ধরা হয়, কিন্তু পালানোর সময় বাইক থেকে পড়ে গিয়ে হাত-পায়ে গুরুতর চোট পান তিনি।

চিকিৎসার পর তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় এবং এখন পুলিশ হেফাজতে রয়েছেন। আগামীকাল আদালতে পেশ করা হবে। আকিলের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু হয়েছে, এবং তাঁর অতীতেও ফৌজদারি রেকর্ড রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এই ঘটনায় শুধু আইনি পদক্ষেপ নয়, অভিযুক্তকে পুলিশ কার্যত বুঝিয়ে দিয়েছে—বিদেশি অতিথির সঙ্গে এমন আচরণ করলে তার ফল ভয়াবহ হতে পারে। বাইক বাজেয়াপ্ত করে, অতীত অপরাধ খতিয়ে দেখে এবং দ্রুত গ্রেফতার করে পুলিশ দেখিয়েছে, এই ধরনের অপরাধের কোনও জায়গা নেই।

তবে প্রশাসনের এই তৎপরতা যতটা জরুরি, ততটাই জরুরি এমন ঘটনা প্রতিরোধে আগাম ব্যবস্থা নেওয়া। ভারতের সম্মান রক্ষায় শুধু ঘটনার পর পদক্ষেপ নয়, আগে থেকেই সুরক্ষা নিশ্চিত করাও কর্তব্য।

ইন্দোরে মহিলা বিশ্বকাপ খেলতে এসে শ্লীলতাহানির শিকার হলেন অস্ট্রেলিয়ার দুই মহিলা ক্রিকেটার। বৃহস্পতিবার সকালে হোটেল থেকে ক্যাফেতে যাওয়ার পথে এক বাইক আরোহী তাঁদের একজনের সঙ্গে অশালীন আচরণ করে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে তাঁরা দলের নিরাপত্তা আধিকারিককে খবর দেন।

অস্ট্রেলিয়া দলের নিরাপত্তা ব্যবস্থাপক ড্যানি সিমন্স এমআইজি থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযুক্ত আকিল খানকে মোটরবাইক-সহ গ্রেফতার করেছে। জানা গেছে, অভিযুক্তের বিরুদ্ধে আগেও একাধিক ফৌজদারি মামলা রয়েছে।

এই ঘটনায় রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘‘ইন্দোরে মহিলা ক্রিকেটারদের শ্লীলতাহানির ঘটনা ‘বেটি বাঁচাও’ স্লোগানের বাস্তবতা নিয়ে প্রশ্ন তোলে।’’ তিনি আরও বলেন, ‘‘বাংলার দিকে আঙুল তোলার আগে বিজেপি-শাসিত রাজ্যগুলিতে মহিলা সুরক্ষার বিষয়ে আত্মসমালোচনা করা উচিত।’’ এই ঘটনা শুধু নিরাপত্তার প্রশ্ন নয়, দেশের ভাবমূর্তিও আন্তর্জাতিক স্তরে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রশাসনের দায়িত্ব এড়ানোর সুযোগ নেই।

About The Author