ইন্ডিগো ফ্লাইট বাতিল, অনলাইনে নিজের রিসেপশনে যোগ দিলেন টেকি দম্পতি

দেশজুড়ে ইন্ডিগোর ফ্লাইট বাতিলের জেরে এক অভিনব ঘটনা ঘটল কর্ণাটকের হুব্বলিতে। নবদম্পতি মেধা ক্ষীরসাগর ও সঙ্গম দাস, দু’জনেই সফটওয়্যার ইঞ্জিনিয়ার, নিজেদের বিবাহোত্তর সংবর্ধনায় পৌঁছতে পারলেন না। তারা ভুবনেশ্বর থেকে বেঙ্গালুরু হয়ে হুব্বলি যাওয়ার টিকিট করেছিলেন। কিন্তু টানা বিলম্বের পর শেষমেশ ফ্লাইট বাতিল হয়ে যায়।

৩ ডিসেম্বরের সকালে যখন অতিথিরা ইতিমধ্যেই গুজরাট ভবনে জমায়েত হয়েছেন, তখন দম্পতি আটকে পড়েন ভুবনেশ্বরে। শেষমেশ পরিবারের সিদ্ধান্তে, কনে–বরের আসনে বসেন কনের বাবা–মা এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে নবদম্পতি অনলাইনে অনুষ্ঠানে যোগ দেন। অতিথিদের সামনে বড় স্ক্রিনে তাদের উপস্থিতি দেখানো হয়।

কনের মা জানান, “আমরা খুবই হতাশ হয়েছিলাম। এত আত্মীয়–স্বজনকে আমন্ত্রণ জানিয়েছিলাম। শেষ মুহূর্তে অনুষ্ঠান বাতিল করা সম্ভব ছিল না। তাই অনলাইনে তাদের উপস্থিতি নিশ্চিত করলাম।” ইন্ডিগো সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন সরকারি নিয়ম অনুযায়ী রোস্টার পরিকল্পনায় পরিবর্তন আনতে না পারায় শতাধিক ফ্লাইট বাতিল করতে হয়েছে। ফলে যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছে।

About The Author