মধ্যরাত পর্যন্ত বাতিল ইন্ডিগোর সব বিমান, যাত্রী ভোগান্তি চরমে দিল্লি–চেন্নাইয়ে

বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই চরম বিভ্রাট ইন্ডিগোর বিমান। দিল্লি ও চেন্নাই বিমানবন্দর থেকে সমস্ত অভ্যন্তরীণ বিমান বাতিল করেছে সংস্থাটি।

দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ (DIAL) এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানায়, ৫ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত ইন্ডিগোর সব ফ্লাইট বাতিল করা হয়েছে।

চেন্নাই বিমানবন্দর থেকেও সন্ধ্যা ৬টা পর্যন্ত সমস্ত ইন্ডিগো ফ্লাইট বাতিলের ঘোষণা করা হয়। সংস্থার তরফে যাত্রীদের অনুরোধ করা হয়েছে, বিমানবন্দরে যাওয়ার আগে ফ্লাইট স্ট্যাটাস দেখে নিতে।

এই সিদ্ধান্তে যাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা ছড়িয়েছে। বেঙ্গালুরু বিমানবন্দরে বহু যাত্রীকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে দেখা যায়। অনেকে জানান, কোনও আগাম বার্তা না দিয়ে হঠাৎ ফ্লাইট বাতিল করায় তাঁদের পরিকল্পনা ভেস্তে গিয়েছে।

বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের ওয়েবসাইট অনুযায়ী, বৃহস্পতিবার ছয়টি মেট্রো বিমানবন্দরে ইন্ডিগোর অন-টাইম পারফরম্যান্স নেমে এসেছে মাত্র ৮.৫ শতাংশে। সংস্থার তরফে ক্ষমা চেয়ে পরিষেবা স্বাভাবিক করার আশ্বাস দেওয়া হয়েছে।

About The Author