পাকিস্তান ঘেঁষা স্যর ক্রিকে ভারতের ‘ত্রিশূল’ যুদ্ধমহড়া ঘিরে পাকিস্তানের উদ্বেগ! বিমান চলাচলে বিধিনিষেধ, সেনা সমাবেশের সম্ভাবনা।
গুজরাত–রাজস্থান সীমান্ত ও আরব সাগরে ভারতের ত্রিশূল যুদ্ধমহড়া শুরু হতে চলেছে ৩০ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত। এই ত্রি-সেনা মহড়া—স্থল, নৌ ও বায়ুসেনার যৌথ অভিযান—স্যর ক্রিক অঞ্চলে ‘থিয়েটার কমান্ড’ গঠনের প্রস্তুতির অংশ বলে প্রতিরক্ষা সূত্রে জানা গেছে।
এই মহড়ার আগেই পাকিস্তান সরকার ২৮–২৯ অক্টোবরের জন্য আকাশসীমায় বিধিনিষেধ জারি করেছে, যার কোনও আনুষ্ঠানিক কারণ জানানো হয়নি। বিশ্লেষকদের মতে, এটি ভারতের মহড়ার পাল্টা প্রতিক্রিয়া।
পাকিস্তান সিন্ধ ও দক্ষিণ পাঞ্জাবের কমান্ডে সতর্কতা জারি করেছে, এবং সেনা সমাবেশের প্রস্তুতি নিচ্ছে। স্যর ক্রিক অঞ্চলটি ভারত–পাকিস্তান সীমান্তের বিতর্কিত জলাভূমি, যেখানে ১৯৯৯ সালে ভারতীয় বায়ুসেনা একটি পাক নজরদারি বিমান ধ্বংস করেছিল, নিহত হয় ১৬ জন পাক সেনা। ভারতের ‘ত্রিশূল’ মহড়া এই অঞ্চলে যৌথ প্রতিরক্ষা সক্ষমতা যাচাই ও সমন্বয় বৃদ্ধির লক্ষ্যেই হচ্ছে।
- স্যর ক্রিকে ‘ত্রিশূল’ যুদ্ধমহড়া! বিমান চলাচলে বিধিনিষেধ পাকিস্তানের, পাল্টা সেনা সমাবেশের চিন্তাভাবনা। #India #Pakistan #OperationSindoor

