Vice President: দেশের ১৫তম উপরাষ্ট্রপতি নির্বাচিত সিপি রাধাকৃষ্ণণ

নয়াদিল্লি: ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হলেন এনডিএ প্রার্থী সিপি রাধাকৃষ্ণণ। বিরোধী জোট ‘ইন্ডিয়া’-র প্রার্থী বি সুদর্শন রেড্ডিকে ১৫২ ভোটে পরাজিত করে দেশের ১৫তম উপরাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি।

মোট ৭৮১ জন সাংসদের মধ্যে ভোট দেন ৭৬৭ জন। রাধাকৃষ্ণণ পেয়েছেন ৪৫২টি ভোট, সুদর্শন রেড্ডি পেয়েছেন ৩০০টি ভোট। কিছু সাংসদ ভোটদানে বিরত থাকেন, যার মধ্যে ছিলেন বিজেডি, বিআরএস, শিরোমণি অকালি দল ও নির্দল সাংসদরা।

এই নির্বাচনে রাধাকৃষ্ণণের জয় প্রায় নিশ্চিত ছিল, কারণ সংসদের দুই কক্ষে এনডিএ-র সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। তবু ভোটের অঙ্ক নিয়ে কৌতূহল ছিল রাজনৈতিক মহলে।

রাধাকৃষ্ণণ বর্তমানে মহারাষ্ট্রের রাজ্যপাল। তিনি তামিলনাড়ুর কোয়েম্বাটুর থেকে দু’বার লোকসভায় নির্বাচিত হয়েছেন এবং বিজেপির রাজ্য সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

এই নির্বাচনের মাধ্যমে তিনি জগদীপ ধনখড়ের স্থলাভিষিক্ত হলেন, যিনি গত জুলাই মাসে স্বাস্থ্যজনিত কারণে পদত্যাগ করেন। রাধাকৃষ্ণণ আগামী ১২ সেপ্টেম্বর উপরাষ্ট্রপতির পদে শপথ নেবেন বলে জানা গেছে।

About The Author