করাচির স্টেডিয়ামে নেই তেরঙ্গা! ICC-র চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ভারতকে পাল্টা ‘বার্তা’ পাকিস্তানের?

মাঠে নেমে যুদ্ধ শুরু হওয়ার আগেই নেটমাধ্যমে যুদ্ধ শুরু! স্টেডিয়ামে ভারতের পতাকাই লাগাল না পাকিস্তান। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

করাচির জাতীয় স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণকারী আটটি দেশ; পাকিস্তান, বাংলাদেশ, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও আফগানিস্তানের পতাকা রয়েছে। কিন্তু নেই ভারতের জাতীয় পতাকা। তেরঙ্গা বাদে সেখানে প্রতিটি দলেরই পতাকা উড়ছে। বড় ভুল? নাকি ইচ্ছে করে করা! ভিডিয়ো নেটপাড়ায় ছড়িয়ে পড়তেই ক্ষোভ উগড়ে দিয়েছে ভারতীয় ক্রিকেটভক্ত এবং জাতীয়তাবাদীরা।

এবারের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তান-দুবাই যৌথভাবে আয়োজন করছে। ২৮ বছর পর ফের বড় মাপের টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব পেয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

ভারত যেহেতু পাকিস্তানে খেলতে যাবে না, আগেই জানিয়ে দিয়েছিল। তাই নিরপেক্ষ ভেন্যু হিসেবে দুবাইকে সবুজ সংকেত দিয়েছে আইসিসি।

পাকিস্তানও নিজেদের দেশর বাইরে অন্য কোনও দেশে এই টুর্নামেন্ট নিয়ে যেতে একেবারেই রাজি ছিল না। তবে বিস্তর বিরোধিতা পরও আইসিসি-র কাছে মাথা নোয়াতে হয়েছে তাদের। সেই কারণেই কি এবারে পাকিস্তান ভারতকে পাল্টা ইঙ্গিত দিল?

পাকিস্তানের করাচির জাতীয় স্টেডিয়ামের ভাইরাল ভিডিও কিন্তু এমনই ইঙ্গিত দিয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণকারী ৮টি দেশের পতাকা লাগানো হলেও বাদ দেওয়া হয়েছে ভারতের পতাকা। এই ভিডিয়ো নেটপাড়ায় ছড়িয়ে পড়তেই ক্ষোভ উগড়ে দিয়েছে ভারতীয় ক্রিকেটভক্ত এবং জাতীয়তাবাদীরা।

তবে ের পাল্টা প্রতিশোধ নিয়ে ট্রফি জেতার আশা করছেন ভারতীয়রা। আগামী ২০ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অভিযান শুরু বাংলাদেশের বিরুদ্ধে খেলে। এরপর ২৩ ফেব্রুয়ারি ভারত-পাকিস্তান মহারণ। তার আগেই সলতেতে আগুন ধরিয়ে দিল পাকিস্তান। ভারতের গ্রুপের শেষ ম্যাচ ২ মার্চ নিউজিল্যান্ডের বিরুদ্ধে। সেমিফাইনাল হবে ৪ মার্চ ও ৫ মার্চ। ফাইনাল ৯ মার্চ।

About The Author