নেপাল থেকে ফিরছেন ভারতীয়রা, সীমান্তে তৎপর প্রশাসন

শিলিগুড়ি: নেপালে চলমান রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার আবহে উদ্বেগ বাড়ছে সীমান্তবর্তী এলাকাগুলিতে। এই পরিস্থিতিতে নেপাল থেকে বহু ভারতীয় নাগরিক সীমান্ত পথ ধরে দেশে ফিরছেন। তাঁদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে দার্জিলিং জেলা প্রশাসন বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে।

জেলার পুলিশ সুপার জানিয়েছেন, সীমান্ত এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং প্রত্যাবর্তনকারীদের জন্য খাদ্য ও চিকিৎসা সহায়তা প্রস্তুত রাখা হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, এখনও কতজন ভারতীয় নাগরিক নেপালে আটকে রয়েছেন, তা নির্দিষ্টভাবে জানা না গেলেও তাঁদের খোঁজে কাজ চলছে। সীমান্তে স্থাপন করা হয়েছে অস্থায়ী সহায়তা কেন্দ্র, যেখানে প্রাথমিক চিকিৎসা, খাবার ও বিশ্রামের ব্যবস্থা রাখা হয়েছে।

স্থানীয় প্রশাসনের তরফে আশ্বাস— পরিস্থিতি যতই জটিল হোক, ভারতীয় নাগরিকদের পাশে থাকবে তারা। সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে এবং প্রয়োজনে উদ্ধারকারী দলও প্রস্তুত রাখা হয়েছে।

About The Author