ICC Women’s ODI World Cup 2025-এ ভারতীয় মহিলা দল ৫৩ রানে নিউ জিল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিল।
মুম্বইয়ের DY পাটিল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ভারত প্রথমে ব্যাট করে ৩৪০/3 রান তোলে। দুই ওপেনার স্মৃতি মন্ধানা (১০৯) ও প্রতিকা রাওয়াল (১২২) দুর্দান্ত শতরান করেন। তাঁদের জুটিতে ওঠে ২১২ রান, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।
জেমাইমা রদ্রিগেজও খেলেন ঝোড়ো ৭৬ রানের অপরাজিত ইনিংস। বৃষ্টির কারণে দ্বিতীয় ইনিংসে ডার্কওয়ার্থ-লুইস পদ্ধতিতে নিউ জিল্যান্ডের লক্ষ্য দাঁড়ায় ৩২৫ রান।
কিউয়ি দল শেষ পর্যন্ত ৮ উইকেটে ২৭১ রানেই থেমে যায়। ভারতীয় বোলারদের মধ্যে রেণুকা সিং (২ উইকেট) ও ক্রান্তি গৌড় (২ উইকেট) ছিলেন সফল।
এই জয়ে ভারত লিগ পর্বে চতুর্থ স্থানে থেকে সেমিফাইনালে উঠল। প্রতিপক্ষ এখনও নির্ধারিত হয়নি, তবে সেমিফাইনাল হবে ২৯ বা ৩০ অক্টোবর।
এই ম্যাচে স্মৃতি ও প্রতিকার যেন ভাইফোঁটার দিনে বোনেদের হয়ে মাঠে নামা দুই যোদ্ধা—প্রতিশোধ, প্রতিজ্ঞা আর প্রেরণার প্রতীক হয়ে উঠলেন তাঁরা।

