IND vs PAK: ৬ উইকেটে হারল পাকিস্তান! দুবাইয়ের মাঠে পাক-বধ কোহলিদের

রুদ্ধশ্বাস ম্যাচ শেষে জিতল ভারতই! দুবাইয়ের মাঠে পাক-বধ কোহলিদের। ২০১৭ ফাইনালের বদলা নিল কোহলিরা। পরিচালক দল পাকিস্তানকেই গ্রুপ স্টেজ থেকে ঘরে ফেরাল ভারত।

পাকিস্তান প্রথমে ব্যাট করতে নেমে ২৪২ রানের টারগেট দিয়েছিল ভারতকে। পরে ৬ উইকেটে পাক বধ করল কোহলিরা। প্রথমে রোহিত শর্মা এবং শুভমন গিলের জুটি ওপেনিং করে। ৩০ করেই প্রথম উইকেট হারায় ভারত। এরপর বিরাট কোহলি এবং শুভমন গিল আরেকটি অনবদ্য পারটনারশিপ খেলে। শেষ বলে সেঞ্চুরি হাকালেন বিরাট কোহলি। ২৪৪ রানে ইনিংস শেষ করে ভারত।

About The Author