ভারতের হাতে এশিয়া কাপ ২০২৫! দুবাইয়ে অনুষ্ঠিত ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে নবম এশিয়া কাপ জিতে নিল ভারত।
পাকিস্তান প্রথমে ব্যাট করে ১৯.১ ওভারে ১৪৬ রানে অলআউট হয়ে যায়। কুলদীপ যাদব নেন ৪ উইকেট, সঙ্গে বুমরাহ, অক্ষর ও চক্রবর্তী মিলে গুঁড়িয়ে দেন পাক ব্যাটিং।
জবাবে, ভারত ১৯.৪ ওভারে ১৫০/৫ করে ম্যাচ জিতে নেয়। তিলক বর্মা (৫১) ও শিবম দুবে (৪২*) জুটি গড়েন ম্যাচ জেতানো পার্টনারশিপ। শেষ ওভারে রিঙ্কু সিংয়ের এক রানেই শেষ হয় উত্তেজনার অধ্যায়।
পাকিস্তান ইনিংস
১৪৬ অলআউট (১৯.১ ওভার)
- সাহিবজাদা ফারহান – ৫৭ (৩৮ বল)
- ফখর জামান – ৪৬ (৩৫ বল)
- বাকিরা: দ্রুত উইকেট হারিয়ে ৩৩ রানে শেষ ৯ ব্যাটার
ভারতের বোলিং:
- কুলদীপ যাদব – ৪/৩০
- ভরুণ চক্রবর্তী – ২/২২
- অক্ষর প্যাটেল – ২/২৭
- জসপ্রিত বুমরাহ – ২/২৫
ভারত ইনিংস
১৫০/৫ (১৯.৪ ওভার)
- তিলক বর্মা – ৫১ (৪১ বল)
- শিবম দুবে – ৪২* (২৮ বল)
- সঞ্জু স্যামসন – ২৪ (২০ বল)
- অভিষেক শর্মা – ৫ (৬ বল)
- সূর্যকুমার যাদব – ১ (৫ বল)
- শুভমন গিল – ১২ (১০ বল)
পাকিস্তানের বোলিং:
- ফাহিম আশরাফ – ২ উইকেট
- শাহিন আফ্রিদি – ১ উইকেট
- আব্রার আহমেদ – ১ উইকেট